গন্তব্য তাদের তরে
- রবিউল ইসলাম রাতুল
সবাই ভুলের ঘমরে ঢেকেছে গাঁ,বাইরে নেই কিছু,
আসল নকলে চাপাচাপিতে ভালোই পরেছে পিছু।
গন্তব্য হলেও হরেক রকম,দিক রয়েছে একটাই,
ভালোবাসা দিলে ভালোবাসা-ফেরত পাবেই সাবাই।
সম্মান দিলে শান্তি মেলে,স্নেহের মাঝেই সুখ,
রাগের বসে আজব বার্তা বাড়ায় মনের দুখ।
কান্নার অশ্রু কষ্ট নিয়ে নুয়ে নুয়ে যায় পরে,
হাসির আদলে সুখের সব আসতে চাই কষ্ট ফুঁড়ে।
জীবন কনসার্টের শিল্পী হয়ে গেয়ে যাই নিজের গান,
ভালো হলে ভালো আমি?খারাপ হলেই যত অপমান!
বাড়তি চাপ,বেজায় খারাপ,সহিতে পারে না মন,
ভালোবাসার মানুষদের জন্যই
নিজেকে গড়ার লক্ষ্যেই
মনে হয়,যেন,জীবনের সাথে ধরেছি পণ।
আমার চেষ্টা তাদের তরে,
যারা নিয়েছে আমায় আপন করে।
আমি পারবো,পারবোই,নিজের গন্তব্যে পৌঁছাতে,
শুধুই তাদের তরে।
©Robiul Islam Ratul
তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ইং
২৮-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।